কুরআন মুখস্তের বিনিময়ে শাস্থি কমানো হয়





দুবাইয়ে কারাবন্দীরা যদি কুরআন মুখস্থ করেন, তাহলে তাদের শাস্তি কমানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার “দ্য ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি” তে প্রকাশিত এক প্রতিবেদনে এ্থাই জানানো হয়। এই কমিটির সদস্যরা দুবাইয়ের কারাবন্দীদের কুরআনের পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছেন, তারা কুরআন মুখস্থ করতে সক্ষম। দুবাই শহরের গভর্নর এর মানবতা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা  কমিটির প্রধান ইব্রাহীম মুহাম্মাদ বুমেলহা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন, পবিত্র কুরআন মুখস্থ করলে কারাবন্দীদের শাস্তি কমানোর প্রকল্প নিয়ে তিনি আশাবাদী।

তিনি আরো বলেন, এর ফলে কারাবন্দীরা ভবিষ্যতে তাদের আলোকিত জীবনের জন্য পবিত্র কুরআনকে ব্যবহার করবে এবং কারাগারে তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনের সংস্কার হিসেবে কাজে লাগাবে। মুহাম্মদ আল হাম্মাদি বলেন, এই প্রকল্পের তৃতীয় কোর্সে ১২৪ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের ১১৫ জন কুরআন মুখস্থ করতে সক্ষম হওয়ায় তাদের শাস্তি কমানো হয়েছে। খবর: rtv
কুরআন মুখস্তের বিনিময়ে শাস্থি কমানো হয় কুরআন মুখস্তের বিনিময়ে শাস্থি কমানো হয় Reviewed by Khalilur Qaderi on October 23, 2018 Rating: 5
Powered by Blogger.