শিয়ারা কি কাফির? তারা কি অমুসলিম? (শিয়া ও সুন্নী)
শিয়াদের কি অমুসলিম বলা যাবে? নাকি অমুসলিম বললে আপনারই ঈমাণ থাকবে না?
সুন্নীরা ফতোয়া দিয়ে দিচ্ছে শিয়ারা অমুসলিম, বিধর্মী, মুনাফিক ও কাফির। এবং ছোটকাল হতে আমিও শিয়াদের কাফির জেনে আসছিলাম কিন্তু এখন আমি তাদের কাফির বলতে পারি না! সেইটা বলতে না পারার কথাই বলবো তার আগে শিয়া ও সুন্নীদের ২টি মতবাদ আলাদা করে বলছি...
শিয়া মতবাদঃ-
শিয়ারা বিশ্বাস করে যে, শুধুমাত্র আল্লাহই ইসলাম, কুরআন এবং শরিয়াত (কুরআনের আইন) রক্ষা করার জন্য নবী ও ইমাম ঠিক করেন। আল্লাহ কুরআনের আয়াতে পরিষ্কার করে দিয়েছে যে শুধুমাত্র আল্লাহই পৃথিবীতে একটি প্রতিনিধি পছন্দ করতে পারে সুতরাং, এই ব্যাপারে অন্য কেউ পছন্দ করতে পারে না। এর অর্থ এই যে, আল্লাহই প্রতিনিধি (নবী এবং ইমাম) নিবার্চন করেন, সাধারণ মুসলমানরা পারে না। যার কারণে শিয়ারা ইসলাম এবং কুরআন প্রতিনিধিত্ব করার জন্য জনগণ যে আবু বকর রাঃ, উমর রাঃ এবং উসমান রাঃ নির্বাচন করেছেন তা অনুসরণ করে না। এই জন্য শিয়ারা আলিকে (রাঃ) চতুর্থ খলিফা হিসেব বিবেচনা করে না, বরং প্রথম ইমাম হিসেবে বিবেচনা করেন। শিয়ারা বিশ্বাস করে যে, অনেক বর্ণনায় রয়েছে যেখানে মুহাম্মদ (সাঃ) তার উত্তরাধিকারী হিসাবে আলি নির্বাচিত করে ছিলেন। [উইকপিডিয়া তথ্য]
সুন্নী মতবাদঃ
তারা (সুন্নী) ইসলামের সেই অংশকে প্রতিনিধিত্ব করে যারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হওয়া খলিফা আবু বকরকে (রা.) মেনে নিয়েছিল। তাই প্রতিনিধিত্ব ব্যবস্থায় ( খিলাফত) নির্বাচন বা ‘শুরা’ সুন্নি ইসলামের একটা বড় বৈশিষ্ট্য। অধিকাংশ সুন্নি আইনজ্ঞরা নিজেদের পরিচয় দিতে চান সেই মুসলিম হিসেবে যাদের মূল গ্রন্থিত আছে সুন্নি আইনের চারটি ঘরানার (হানাফি, মালিকি, শাফি, হানবালি) যে কোনো একটিতে।
সুন্নী আবার ২ দলে বিভক্ত, একটা মাজহাবী (মাজহাবরপন্থী) আরেকদল সালাফি (লা-মাজহাবী) সালাফিরাও নিজেদের সুন্নী দাবি করে কিন্তু তারা কোন কোন মাজহাব মানতে নারাজ। [উকিপিডিয়া তথ্য]
মূল প্রসঙ্গঃ
যারা আজ শিয়া মুসলিমদের অমুসলিম, কাফির, বেইমান মুনাফিক বলতাছেন তাদের বলি শিয়াদের সম্পর্কে ভালো করে জানুন এবং শিয়াদের উপর যে মিথ্যাচার অাছে তা যাচাই করে তারপর ওদের ব্যাপারে কথা বলুন। শিয়া মুসলিমদের ব্যাপরে আপরা যা জানি তা ১০০% সত্য নয়। শিয়াদের ব্যাপারে আমরা যে ইতিহাস জানি তা কেবল মনগড়া ইতিহাস। আমাদের দেশে শিয়া মুসলমানের সংখ্যা কম হয়ার কারণে এমন ইতিহাস তৈরী হয়েছে। আন্তার্জাতিক অঙ্গনে বেশীরভাগ শিয়ারা আমাদের সুমলিমদের সাপোর্ট দেয়। যেমন: ১৯৭৯ সালে সুন্নীদের সাথে মিলে ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভী কে ক্ষমতাচ্যুত করে ইরানী বিপ্লব ঘটিয়েছিলো।
পাহলভীর শাসন আমল এমন ছিলো যে তখন দাড়ি-টুপিওয়ালেরকে দেখলে মানুষ ঘৃণা করতো এবং হুজুর ও অালেমরা যানবাহনে উঠলে মানুষ নাক ছিটকাতো, ইসলামকে তারা এতোটাই ঘৃণার পাত্র বানিয়েছিলো, অার সেখান থেকে ইসলাম কে উচ্চস্থানে বসিয়েছে এই শিয়ায়ারাই। বাদ যাক এসব কথা মূল প্রসঙ্গ শিয়া অাক্বিদা... তারা কোরঅান হাদীসের কোন বাণীই অস্বীকার করে না, রাসূল সাঃ কে অস্বীকার করে না। যারা বলে শিয়ারা রাসূলকে অস্বীকার করে তারা শিয়া না, তারা দালাল! তাদের সম্পর্কে ইরানের শিয়া ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খোমেনী (রহঃ) বলেছেন,
"যারা মুসলমানদের মধ্যে শিয়া-সুন্নির নামে অনৈক্য সৃষ্টি করে,
তারা শিয়াও নয়, সুন্নিও নয়, বরং সাম্রাজ্যবাদীদের দালাল।"
শুধু এটা থেকেই আমারা বুঝতে পারি যে যারা বলে শিয়ারা রাসূলকে অস্বীকার করে তাদের মধ্যে জানা বুঝার ঘাটতি রয়েছে এবং যারা শিয়াদের উপর এই মিথ্যাচার চাপিয়েছে নিঃসন্দেহে তারা বেইমান। শিয়ারা কালেমা পড়ে, নামাজ পড়ে, কোরআন মানে, কোরআনের কোন আয়াত অস্বীকার করে না, তারা হজ্ব করে, যাকাত দেয় মুহাম্মদ সাঃ কে শেষ নবী হিসাবে স্বীকার করে তাহলে আমরা কিভাবে তাদের অমুসলিম বলবো?
পরসমাচারঃ
মুসলিমদের মাঝে সবচেয়ে বড় মুনাফিক ধর্মনিরপেক্ষরা। আর সুন্নি নামধারী ইসরাইল আর আমেরিকার গোলামেরা। তারা এখন শিয়াদের সমালোচনার লিপ্ত কিন্তু তারা যে সরাসরি ইহুদীদের ঘাটি সেটা একবারও চিন্তা করে না কেহ। যখন "সুন্নিদের" কাজকর্ম দেখি তখন সুন্নী হিসেবে লজ্জা পাই। তখন বিবেকের কাছে প্রশ্ন চলে আসে আজ কেনো আমেরিকা আর ইসরাইল শিয়াদেরকেই বেশি অপছন্দ করে (!) আর "সুন্নিদের" বন্ধু মনে করে! (?) আর কেনো শিয়ারা তাদের ভুল আকিদার পরেও ইসলামকে শক্তভাবে আকড়ে ধরেছে আর "সুন্নিরা" ধর্মনিরপেক্ষতা কায়েম করছে। (!) তবে সুন্নিদের মাঝে যেমন কিছু খারাপ আছে তেমনি শিয়াদের কিছু দালাল আছে, তাই বলে সব শিয়াকে কাফের বা অমুসলিম বলা যাবে না। আমরা আজ শিয়া সুন্নী করতে করতে ইসলামকে ধ্বংস করে দিচ্ছি অইদিকে ইহুদী ক্ষ্রিস্টানেরা আমাদের সাথে মজা নিচ্ছে আর আর ঘারে চেপে হাত তালি দিচ্ছে। আর আমরা বলছি সব দোষ শিয়াদের আর শিয়ারা বলছে সব দোষ সুন্নীদের মাঝখানে বিধর্মীরা সাধু হয়ে আমাদের ঘারের উপর বসে চুপচাপ তা উপভোগ করছে আর আমরা করছি শিয়া-সুন্নী মারামারি...
২২/১১/১৭
[লিখাটি একটি ফেইসবুক পোষ্ট হতে সংগ্রহিত]
শিয়ারা কি কাফির? তারা কি অমুসলিম? (শিয়া ও সুন্নী)
Reviewed by Khalilur Qaderi
on
November 02, 2018
Rating: