কায়ী গোত্রে ইবনুল আরাবীর উপদেশ

----- আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ....
আমার শ্রদ্ধেয় ভাইয়েরা , সুরা নিসাতে বলা হয়েছে ,
যারা আল্লাহ এবং রাসুলের পথে আসবেন ,তারা আল্লাহর ফজিলতে আম্বিয়া শাহিদান আর সালেহীন এই সব ভাল সাথী পাবেন জীবনে ।
একজন মানুষের আসল কাজ হচ্ছে সিদ্দীকিয়ত।
সিদ্দীকিয়ত মানে কি?
আমরা কি জানি সিদ্দীকিয়ত মানে কি?
এর মানে হচ্ছে সঠিক পথে চলা, যা বলবে সত্যি বলবে ।
যতই শত্রু নিপীড়ন করুক ,সিদ্দীকিয়ত ই মানুষকে সত্যের পথে পরিচালনা করার সঠিক উপায়।
আর এই পথে যে চলবে ,
তাকে সবচেয়ে উত্তম মুসাফির বলা হবে ।
----প্রিয় ভাইয়েরা আমার,
তুফানে হযরত নূহ ( আঃ ) কে,
নমরূদ এর হাতে হযরত ইব্রাহিম ( আঃ ) কে ,
কুয়াতে হজরত ইউসুফ ( আঃ ) কে ,
আর মুশরিকদের হাত থেকে আল্লাহপাক রাসুল ( সা: ) কে
সুরক্ষিত রেখেছে ,তার নাম সিদ্দীকিয়ত ।
আল্লাহ আমাদেরকে তাদের মতো সাহসী করুন।
আর যারা ফাদে ফেলার সব সময় চেষ্টা করে ,
তাদের হাত থাকে আমাদের সর্বদা রক্ষা করুন।।
....... আমিন
#দিরিলিস_আরতুগ্রুল
-----ইবনুল আরাবি
সংগ্রহে: নোমান আহমেদ
কায়ী গোত্রে ইবনুল আরাবীর উপদেশ কায়ী গোত্রে ইবনুল আরাবীর উপদেশ Reviewed by Khalilur Qaderi on April 28, 2018 Rating: 5
Powered by Blogger.