ইবনে আরাবী


অনেকেই প্রশ্নকরেন যে "এই আরাবীই কি সেই আরাবী যার মতবাদ সম্পর্কে আমরা বইয়ে পড়ি?"
ইবনে আরাবী যার মতবাদ অনেক বইয়ে পড়েছি আমরা- তার জন্ম বর্তমান স্পেনে যা আগে আন্দালুসিয়া ছিলো। তিনি তার জীবনের একটা বড় অংশ বর্তমান স্পেনের সেভিয়া শহরে কাটিয়েছেন। তবে মক্কা, বাগদাদ, কায়রো আর দামেস্কের মত শহর গুলোর গুরুত্ত ও ছিলো তার জীবনীতে।
সেলজুকি সুলতান আলাউদ্দিনের সম্রাজ্যে আরতুগ্রুল ইবনে সুলাইমান ইবনে গোক আল্পের অনেক কদর ছিলো তখন.... এক কথায় বলতে গেলে তিনি ছিলেন সুলতানের ডান হাত.... আর সেই সময়টাতেই আরতুগ্রুল এর সাথে ইবনে আরাবীর জীবনী এসে মিশেছে....
সুতরাং এই আরাবীই সেই আরাবী, যার মতবাদ আমরা পড়েছি..... আর ইতিহাস ঘাটলে দেখা যায় যে, প্রি-উসমানীয় আমলে ইবনে আরাবীর কিছু অবদান ছিলো যা আরতুগ্রুলকে প্রভাবিত করেছিলো। যদিও উসমান গাজীর জন্মের পূর্বেই ১২৪০ সালে মারা যান ইবনে আরাবী।
উল্লেখ্য: ইবনে আরাবী দামেস্কে ইন্তেকাল করেন।
.
ইবনে আরাবী ইবনে আরাবী Reviewed by Khalilur Qaderi on April 28, 2018 Rating: 5
Powered by Blogger.