আবারো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন আহমদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রার্থী হয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমদিনেজাদ। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বুধবার( ১২ মে) ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে নাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে নাম রেজিস্ট্রেশন করেন। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ছিল।
নাম রেজিস্টার্ড করার পর আহমাদিনেজাদ এক সংবাদ সম্মেলনে কথা বলেন। নিজের ব্যাপারে তিনি সুস্পষ্ট করে বলেন, “যদি আমি আবারো অযোগ্য ঘোষিত হই তাহলে আমি নিবাচনকে সমর্থন করব না এবং আমি ভোটও দেব না।
ড. আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের নির্বাচনে তিনি আবার প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর অধীনে থাকা পরিষদ তাকে অযোগ্য ঘোষণা করে।
আবারো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন আহমদিনেজাদ
Reviewed by Tottho Projukti
on
May 13, 2021
Rating:
