গিনেসবুকের পাতায় ‘দিরিলিস আরতুগ্রুল’

দিরিলিস আরতুগ্রুল
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছে উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুগ্রুল। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শ্রেষ্ঠ ড্রামা সিরিজ ক্যাটাগরিতে এই সম্মানজনক মনোনয়ন পেয়েছে আলোচিত এই সিরিজটি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এ পর্যন্ত সিরিজটি থেকে আয়কৃত লভ্যাংশের পরিমাণ ১ শ কোটি ডলার ছাড়িয়েছে। গোটা বিশ্বে অন্তত ৩৯ টি ভাষায় ডাবিং হয়েছে দিরিলিস আরতুগ্রুল। এছাড়া পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে সম্প্রচারের জন্য উর্দু ভাষার ডাবিংয়ের কাজও অব্যাহত রয়েছে।
সারাবিশ্বের অন্ততপক্ষে ৩ শ’ কোটি দর্শক আলোচিত এই সিরিজটি দেখেছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
আল উম্মাহ আরবি অবলম্বনে বাংলায়

গিনেসবুকের পাতায় ‘দিরিলিস আরতুগ্রুল’ গিনেসবুকের পাতায় ‘দিরিলিস আরতুগ্রুল’ Reviewed by Tottho Projukti on December 27, 2019 Rating: 5
Powered by Blogger.