রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে: -মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হিসেবে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে। মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের অবশ্যই স্বীকৃতি দিয়ে তাদের দেশে ফেরত নিতে হবে।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় একটি পশ্চিমা প্রভাবশালী সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিয়ানমারের প্রতি তিনি এ আহ্বান জানান মাহাথির।
সাক্ষাৎকারের সবটা সময়জুড়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের নিন্দা জানান এই প্রধানমন্ত্রী এ ঘটনায় গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির ভূমিকায় ‘খুবই হতাশা’ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের ব্যাপারে মাহাথির মোহাম্মদ বলেন, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার যা করেছে তা মোটেই ঠিক হচ্ছে না। এটা খুবই বড় ধরনের অবিচার, মানুষ হত্যা, গণহত্যা- এটা সভ্য কোনো জাতির আচরণ নয়, এটা পুরোপুরি অন্যায়।
এ সময় রোহিঙ্গা ইস্যু ছাড়াও নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। (যুগান্তর)
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে: -মাহাথির মোহাম্মদ
Reviewed by Khalilur Qaderi
on
August 17, 2018
Rating:
