বিশ্বের সবচেয়ে ছোট কোরআন প্রদর্শনী তুরস্কে

তুরস্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সবচেয়ে ছোট পাণ্ডুলিপি প্রদর্শনী চলছে। গত মাসে তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক এ খবর দিয়েছে।




ওইদিন দেশটিতে প্রথমবারের মতো ক্ষুদ্রতম শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয় আয়ডিন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় কুসাদাসি জেলায়। এতে নেকাতি কর্কমাজ নামের একজন ক্যালিগ্রাফি আর্টিস্টের হাতে লেখা বিশ্বের সবচেয়ে ছোট এই কোরআনসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যেগুলো খালি চোখে দেখা অসম্ভব। এটি মাইক্রোস্কোপ ছাড়া পড়া সম্ভব নয়। 

কর্কমাজ বিশ্বের তিনজন ক্ষুদ্র ভাস্কর্য নির্মাতাদের একজন। তিন বছরে এক সেন্টিমিটার পরিমাপের এই কোরআন তৈরি করেছেন তিনি। একটি সুই বা পিনের মাথায় রাখা সম্ভব এটি। এক্ষেত্রে তিনি চুল দিয়ে তৈরি একটি ব্রাশ ব্যবহার করেছেন। অসামান্য এই কাজের জন্য তিনি রাতকেই বেছে নিয়েছেন।
বিশ্বের সবচেয়ে ছোট কোরআন প্রদর্শনী তুরস্কে বিশ্বের সবচেয়ে ছোট কোরআন প্রদর্শনী তুরস্কে Reviewed by Mohammad Khalilur Qaderi on November 23, 2018 Rating: 5
Powered by Blogger.