আরতুগরুল গাজির জীবনী (২)
১২৩০ সালে তিনি অঘুজ তুর্কিদের কায়ি গোত্রের নেতৃত্ব লাভ করেন। বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেলজুকদের সহকারী হওয়ার ফলশ্রুতিতে তিনি নেতৃত্ব পান। রোমের সেলজুক তুর্কি সুলতান প্রথম কায়কোবাদ কর্তৃক তিনি আংগোরার(বর্তমান আঙ্কারা) নিকট কারাকা ডাগের ভূমি লাভ করেন। একটি সূত্রমতে আরতুগরুলকে সেলজুকদের নেতার ভূমি প্রদানের কারণ ছিল যাতে আরতুগরুল বাইজেন্টাইন বা অন্যান্য প্রতিপক্ষের কাছ থেকে আসা হামলা প্রতিহত করতে পারেন। পরবর্তীতে তিনি সাগুত গ্রাম ও একে ঘিরে থাকা জায়গা লাভ করেন যা ১২৩১ সালে তিনি জয় করেছিলেন। এই গ্রামটি ১২৯৯ সালে তার পুত্র ১ম উসমান কর্তৃক উসমানীয় রাজধানীতে পরিণত হয়। তার আরো দুই পুত্র হলেন, সারু বাতু সাভসি বে এবং গুন্দুজ বে।
আরতুগরুল গাজির জীবনী (২)
Reviewed by Khalilur Qaderi
on
October 24, 2017
Rating:
